কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষ্যায় ডুবে মরল দুই ছাত্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/11/y.jpg)
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষ চলাকালে আত্মরক্ষায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১১টার দিকে জাল ফেলে দুজনের লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত দুজন হচ্ছে নিহাদ (১৮) ও জিসান (১৫)। এর মধ্যে নিহাদ বন্দরের কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগে পড়তেন। সে নাজিমউদ্দিন খানের ছেলে ও বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা।
আর জিসান বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। সে বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনের ছেলে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/08/11/22.jpg 687w)
প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় সোমবার বিকেলে স্থানীয় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একপক্ষের ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় নিহাদ ও জিসান। এদিকে নিহাদ ও জিসান নদী থেকে উঠে গেছে এমনটি ভেবে স্থানীয় লোকজন তেমন একটা গুরুত্ব দেয়নি।
তবে রাতে তারা বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারে সংঘর্ষ ও ধাওয়ার ঘটনায় তারা নদীতে ঝাঁপ দিয়েছিল। এ সময় তাদের খোঁজে শীতলক্ষ্যার তীরে বাড়তে শুরু করে জনসমাগম। রাত সোয়া ১১টার দিকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন জানান, শীতলক্ষ্যায় এক কলেজছাত্র ও এক স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে বন্দর থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। রাতে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।