কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/06/comilla-death-news-pic.jpg)
কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কেনাবেচাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে আবদুর রউফ নয়ন নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নয়ন জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।
গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের ফুলগ্রাম থেকে এক যুবক মোবাইল ফোন বিক্রি করার জন্য একই ইউনিয়নের নোয়াগ্রামে নয়নের বাড়িতে আসেন। মোবাইল বিক্রির সময় একই বাড়ির কালাম নামে এক যুবক তাকে বাধা দেন। এই নিয়ে কালাম ও নয়নের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আজ দুপুরে নয়ন নিজ বাড়ির পশ্চিম পাশের পুকুরপাড়ে গেলে একই বাড়ির আবুল কালাম ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নয়নকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় নয়নের চিৎকারে বাড়িতে থাকা তার বোন আসমা আক্তারসহ স্থানীয়রা দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ওসি শুভরঞ্জন চাকমা বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।