কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
কুমিল্লা শহরে প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড় সড়কে প্রাইভেটকারের ধাক্কায় রিপন মজুমদার নামের ব্যাটারিচালিত অটোরিকশার ওই যাত্রী নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত রিপন একটি ডিশ লাইন কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করতেন।