কুমিল্লায় বিকাশে প্রতারণা, চক্রের মূল হোতা গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/29/comillah.jpg)
কুমিল্লায় সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের মূল হোতা কামাল আহম্মেদকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল আহম্মেদ চাঁনপুর এলাকার বাসিন্দা।
আজ শনিবার দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করে আসছিল চক্রটি। ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগের ভিত্তিতে মাঠে নামে র্যাব সদস্যরা। পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল রাতে জেলার সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা কামাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিকাশে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল এবং অর্থ লেনদেনের কাজে ব্যবহৃত দুটি ব্যাংকের চেকবই জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘কামাল ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ব্যক্তির এজেন্ট ও ব্যক্তিগত বিকাশ একাউন্ট ব্যবহার করে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করে আসছিলেন। এর আগে একইভাবেই প্রতারণার অভিযোগে ২০১৮ সালের ২৪ জুলাই তাঁকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে তিনি জামিনে বেরিয়ে আবারও প্রতারণার কাজে সম্পৃক্ত হন। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’