কুমিল্লায় ভুয়া মেজর আটক
কুমিল্লার সদর দক্ষিণ থেকে মেজর পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে র্যাব-১১। আজ রোববার সকালে শহরের কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত মো. ইমামুল ফেরদৌস সোহাগ (৩০) চাঁদপুর জেলার হাজীগঞ্জের নওহাটা গ্রামের বাসিন্দা।
র্যাব-১১ কুমিল্লা, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আজ সকালে শহরের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মেজর পরিচয় দানকারী প্রতারক মো. ইমামুল ফেরদৌস সোহাগকে আটক করা হয়। তিনি নিজেকে কখনো মেজর, কখনো লেফটেন্যান্ট কর্নেল, কখনো কর্নেল পরিচয় দিয়ে আসছেন। সেইসঙ্গে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এমনকি প্রতারণাকালে তিনি বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন পরিচয় দিতেন। কখনো নিজেকে তাসফিক, কখনো সোহাগ নামে পরিচয় দিতেন। এ ছাড়া তাঁর কাছে থেকে একটি ভুয়া সেনা কর্মকর্তার আইডি কার্ড জব্দ করা হয়েছে। যেখানে সেনা ইউনিফর্মে তাঁর ছবি এবং নাম মেজর বিজয় চৌধুরী রয়েছে। এ ছাড়া প্রতারণার শিকার ব্যক্তিদের সার্টিফিকেট, প্রশংসাপত্র, জন্ম নিবন্ধন সনদ, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল ফোনে মিথ্যা পরিচয় দিয়ে টাকা নেওয়ার অডিও রেকর্ডও জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।