কুমিল্লায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
পড়ানোর নাম করে কুমিল্লার চান্দিনা উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে দুইদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে আবুল বাশার (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি স্থানীয় এক মসজিদের ইমাম। গতকাল রোববার রাতে জেলা সদরের দক্ষিণ থানার নূরজাহান হোটেরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ কুমিল্লা উপপরিচালক কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, কুমিল্লা জেলার চান্দিনার ওই ইমাম আবুল বাশার গত ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এক মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। ফলে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এতে ২৪ জুলাই বাশার তার ভাই আবু ইউসুফের কাছে ওই ছাত্রীকে রেখে পালিয়ে যান।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুমিল্লা জেলার চান্দিনা থানায় একটি মামলা করেন। এরপর থেকেই আবুল বাশার পালিয়ে ছিলেন। বিষয়টি র্যাবের নজরে এলে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২, একটি আভিযানিক দল গতরাতে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল বাশার জানান, তিনি স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ইমামের দায়িত্বে থাকা অবস্থায় ওই ছাত্রীর পরিবার তাদের মেয়েকে আরবি পড়ানোর জন্য বাশারকে নিযুক্ত করেন। পড়ানোর সুবাদে তাদের বাড়িতে বাশারের নিয়মিত যাতায়াত ছিল। সেই সুযোগে মেয়েটিকে ফুসলিয়ে ধর্ষণ করেন।
র্যাব জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুমিল্লা জেলার চান্দিনা থানায় হস্তান্তর করা হচ্ছে। ধর্ষণের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।