কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/31/comilla_news_pic.jpg)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অজ্ঞাত পরিচয় গাড়িচাপায় মোটরবাইক আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহমান। নিহত স্বামী-স্ত্রী হলেন নাছির উদ্দিন (৫২) ও শরিফা আক্তার (৪২)। নিহত স্বামী-স্ত্রীর বাড়ি দাউদকান্দি উপজেলার মাধাইয়ার কুশিয়ারা এলাকায়। তারা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত পরিচয় গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই দুজনে নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দাউদকান্দি অভিমুখী মোটরসাইকেল চালিয়ে স্ত্রীসহ যাচ্ছিলেন নাছির উদ্দিন। পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে কেউ বলতে পারেনি। তারা শুধু শব্দ শুনেছেন। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।