কুমিল্লায় হোম কোয়ারেন্টিনে ৯২ প্রবাসী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/15/cumilla-corona-photo.jpg)
কুমিল্লার উপজেলাগুলোতে বিভিন্ন দেশ থেকে আসা ৯২ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, রোববার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত দেশ থেকে আসা ৯২ প্রবাসী কুমিল্লার বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার জন্য তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা না গেলে ১৪ দিন পর তাঁরা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন।
তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন ডা. নিয়াতুজ্জামান।
এদিকে, ইতালিপ্রবাসী আরো ১৫৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ রোববার সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিআরটিসির বাসে করে তাঁদের আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়।
সেখানে সবার তথ্য সংগ্রহ করার কথা রয়েছে। এরপর সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁদের কোয়ারেন্টিনে পাঠানো হবে নাকি বাড়িতে পাঠানো হবে।
এদিকে, শনিবার রাতে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ইতালিফেরত ৪৮ প্রবাসীকে কোয়ারেন্টিনের জন্য গাজীপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের গাজীপুরের পুবাইল এলাকার মেঘডুবি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে পাঠানো হয়। হাসপাতালে ইতালিফেরত ওই প্রবাসীদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে।
তার আগে, শনিবার সকালে ইতালি থেকে দেশে ফেরেন ১৪২ জন। সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাঁদের আশকোনায় হজক্যাম্পে নেওয়া হয়েছিল।
পরীক্ষা করে তাঁদের দেহে উচ্চ তাপমাত্রা না পাওয়ায় প্রায় ১১ ঘণ্টা পর তাঁদের বাড়িতে পাঠানো হয়। তবে সেখানে তাঁদের দুই সপ্তাহের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।