কুমিল্লায় ৫ শতাধিক মানুষের পাশে শামসুদ্দিন দিদার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলের পাঁচ শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য ও জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামসুদ্দিন দিদার।
নভেল করোনাভাইরাসের প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে প্রায় সারা দেশ লকডাউনের আওতায় পড়ায় অসহায় খেটে খাওয়া মানুষ আরো অসহায় ও কর্মহীন হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে সুদূর লন্ডন থেকে দেশের বিত্তবান, বিশেষ করে দলের নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের ‘অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর’ মানবিক আহ্বানে সাড়া দেন শামসুদ্দিন দিদার। তিনি বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে নাঙ্গলকোট উপজেলা সদর, দাউদপুর, দৈযারা, ধাতীশ্বর, বাগমারা, খাটাছোঁ, বাতুপাড়া, পাটোয়ার, হেসাখাল, উরুকচাইল, তুঘুরিয়া, নোয়াপাড়া গ্রামের পাঁচ শতাধিক পরিবারের পাশে দাঁড়িছেন।
এ সময় সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন আসিফ, স্থানীয় যুবদল নেতা মো. মাসুদ, ছাত্রদল নেতা মীর শওকত আলী উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, মসুরের ডাল, ছোলা বুট, আলু, খেসারির ডাল, পেঁয়াজ, রসুন, লবণ, চিনি, সয়াবিন তেল ও সাবান।