কুয়েত থেকে লাশ হয়ে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা বেলাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/21/mohmmad-belal.jpg)
কুয়েতে মৃত্যুর ১২ দিন পর লাশ হয়ে দেশে ফিরেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মোহাম্মদ বেলাল (৩৮)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের খাদেমপাড়া গ্রামের মোহাম্মদ আবদুর রহমানের ছেলে।
বার্তা সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়েছে, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, গত ৮ নভেম্বর কুয়েতে মর্মান্তিক এক দুর্ঘটনায় মৃত্যু হয় বেলালের। বুধবার দুপুরে একটি বেসরকারি বিমানে তাঁর লাশ দেশে পৌঁছায়। সীতাকুণ্ডের গ্রামের বাড়িতে লাশ পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশ দেখতে শত শত মানুষ ভিড় করেন। বাদ জোহর ভাটিয়ারীর মাদামবিবির হাট হজরত শাহজাহানী শাহ (রহ.) মাজার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বেলালকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র চার মাস আগে পরিবার-পরিজনের সঙ্গে শেষ দেখা করে কুয়েতে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ বেলাল। কে জানত এটাই তাঁর জীবনের শেষ বিদায়। দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবনের ইতি ঘটেছে তাঁর লাশ বাড়িতে আসার মধ্যে দিয়ে।
বেলাল কুয়েতে ছোটখাটো ঠিকাদারির কাজ করতেন। দুর্ঘটনার দিন একটি ভবনের ওপরে থাই গ্লাসের কাজ চলছিল। নিচে সিঁড়িতে দাঁড়ানো ছিলেন বেলাল। হঠাৎ একটি থাই গ্লাস বেলালের মাথায় পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।