কুড়িগ্রামে ২৮ ইউপি নির্বাচনের শেষ দিনে মনোনয়ন জমা
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামে তিন উপজেলায় ২৮টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা।
মনোয়ন জমাদনের শেষ দিন আজ মঙ্গলবার নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, তৃতীয় ধাপে এই ২৮টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন যাছাই-বাচাই আগামী ৪ নভেম্বর, প্রত্যাহার ১১ নভেম্বর ও প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর।
আগামী ২৮ নভেম্বর জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার ২৮টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, জেলার ৯ উপজেলায় ৭২টি ইউনিয়নের মধ্যে তিন উপজেলার ২৮টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।