কৃষক লীগের সম্মেলন ঘিরে ৬ স্তরের নিরাপত্তা

ছবি : এনটিভি
কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কড়া পাহারায় ভিআইপিরা সমাবেশস্থলে প্রবেশ করেছেন। সাধারণ নেতাকর্মীদেরও তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
সারা দেশ থেকে আসা নেতাকর্মীর উপস্থিতিতে ভরে উঠেছে সম্মেলনস্থল। নেতাকর্মীসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে ধাবিত হচ্ছেন আমন্ত্রিত অতিথি ও কাউন্সিলররা।
এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘সম্মেলনস্থলকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন। তাঁরা সর্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’

ছবি : এনটিভি
সমাবেশস্থলে থেকে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশের গেট দিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের তল্লাশি করছেন। কারো কাছে গ্যাসলাইট, সিগারেট কিংবা কোনো দাহ্য পদার্থ থাকলে তা রেখে দেওয়া হচ্ছে। তল্লাশি করা হচ্ছে সবার শরীর।
এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, গোয়েন্দা বিভাগসহ (ডিবি) অন্যান্য সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ এই পাশের প্রবেশমুখ দিয়েই ঢুকছেন নেতাকর্মীরা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের প্রবেশমুখ দিয়ে ১১টা ৮ মিনিটে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের সম্মেলনস্থলে প্রবেশ করেন।