কৃষক লীগে পরিচ্ছন্ন নেতৃত্ব আসবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কৃষক লীগে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের ব্যক্তি নেতৃত্বে আসবে।’
আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চলমান শুদ্ধি অভিযান শুরু করেছেন, সে শুদ্ধি অভিযানের সঙ্গে সংগতি রেখে ক্লিন ইমেজের লোক নেতৃত্বে আসবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘গত ৪৪ বছরে বাংলাদেশে একমাত্র কৃষকবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। গত ৪৪ বছরে সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনীতিকের নাম শেখ হাসিনা। বিশ্বের ডায়নামিক, সৎসাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। যতদিন এ দেশে নদীর কলতান থাকবে, লাল-সবুজের পতাকা পতপত করে উড়বে, পাখিদের কলতান থাকবে, বাউলের সুর থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবেন।’
কৃষি ও কৃষকবান্ধব নেতৃত্ব তুলে আনাসহ সংগঠনে স্বচ্ছ নেতৃত্ব নির্বাচনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কৃষক লীগের দশম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন।