কেকের ভাগাভাগি নিয়ে ঝগড়া, দায়ের কোপে বড় ভাই খুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/28/jhalakathi-murder.jpg)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় কেকের ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই কলেজছাত্র আবদুর রহমান হাওলাদার (১৯)। উপজেলার কেওতা গ্রামে গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আবদুর রহমান কেওতা গ্রামের সৌদি আরব প্রবাসী আবু বক্কর সিদিকের ছেলে।
পুলিশ জানায়, রাতে বাড়িতে বসে কেকের ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এ সময় ছোট ভাই আবদুল্লাহ ক্ষিপ্ত হয়ে বড় ভাই আবদুর রহমানকে দা দিয়ে মাথায় কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের দাদা খালেক হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় আজ মঙ্গলবার সকালে হত্যা মামলা করেন। আবদুর রহমান হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। ছোট ভাই আব্দুল্লাহ কেওতা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর পরই অভিযুক্ত ছোট ভাই পালিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন।