কেন্দুয়ার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আসাদুল হক আহমদ আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/24/shok.jpg)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক, শিক্ষাগুরু ও সর্বজন শ্রদ্ধেয় আসাদুল হক আহমদ (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে উপজেলার ব্রাহ্মণজাত গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
আজ বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। করোনা পরিস্থিতির কারণে সীমিত লোকজনের উপস্থিতিতে জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।
আসাদুল হক আহমদ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/06/24/shok_0.jpg 687w)
আসাদুল হক আহমদ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর বড় ছেলে হাসান তৌফিকুল হক তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান দ্বীপ নিটওয়্যারের পরিচালক, আরেক ছেলে তারেক জহিরুল হক তথ্য মন্ত্রণালয়ের উপপরিচালক এবং বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন, মেয়ে তাহসিনা আলম পলি দ্বীপ নিটওয়্যারের চেয়ারম্যান এবং ছোট মেয়ে ফারাহ জাবিন শাম্মী লাইফস্টাইল ম্যাগাজিন লুক-এর সম্পাদক।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
আসাদুল হক আহমদের মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, কেন্দ্রীয় বিএনপিনেতা ড. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, আরএকে গ্রুপের উপদেষ্টা মাহবুবুর রহমান, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।