কেন্দ্রে গেলেই মিলবে অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/23/covid-vaccine_shnibps-2.jpg)
পর্যাপ্ত সরবরাহের অভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাসের অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার দ্বিতীয় ডোজ যারা নির্ধারিত সময়ে নিতে পারেননি তারা এখন কেন্দ্রে গিয়ে তা সরাসরি গ্রহণ করতে পারবেন। এজন্য কোনো খুদে বার্তা বা এসএমএস লাগবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত জানুয়ারিতে অ্যাস্ট্রেজেনেকার টিকার মাধ্যমেই দেশে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু চাহিদামাফিক সেরাম ইনস্টিটিউট টিকা সরবরাহ করতে না পারায় দেশের প্রায় ১৪ লাখ মানুষকে তখন দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। তারা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন।
সম্প্রতি জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ধাপে ধাপে প্রায় ২৪ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা এসেছে। তারপর অনেকেই দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন। কিন্তু দ্বিতীয় ডোজ গ্রহণের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে খুদে বার্তা (এসএমএস) না পেয়ে অনেকেই দ্বিধায় আছেন। এর মধ্যেই সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এল।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ এ ব্যাপারে একটি ‘জরুরি ঘোষণা’ দেওয়া হয়। এতে বলা হয়, ‘যারা অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।’
এরপর দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. রোবেদ আমিন এনটিভি অনলাইনকে বলেন, ‘যারা প্রথম ডোজে অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছিলেন এবং তারপর থেকে এখনো দ্বিতীয় ডোজ পাননি, তারা চাইলে টিকাটি এখন নিতে পারবেন। প্রথম ডোজটি একজন যে কেন্দ্র থেকে নিয়েছিলেন, সেই কেন্দ্রে গেলে তিনি টিকার দ্বিতীয় ডোজটি পাবেন। সঙ্গে শুধু প্রথম ডোজের টিকার কার্ডটি নিতে হবে।’
‘এ ছাড়া টিকা পেতে ম্যাসেজের জন্য অপেক্ষা করতে হবে না। যদি কেউ কাল কেন্দ্রে যান, তাহলে কালই তিনি টিকা পাবেন। যেখানে যেখানে অ্যাস্ট্রেজেনেকার টিকা দরকার, সেখানে আমরা টিকা পৌঁছে দিয়েছি’, যোগ করেন রোবেদ আমিন।