‘কেরানি তৈরির শিক্ষা থেকে বেরিয়ে আসতে চায় সরকার’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কেরারি তৈরির শিক্ষা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। সমন্বিত সিলেবাস, পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা আধুনিক যুগোপযোগী শিক্ষাধারায় নতুন প্রজন্মকে যুক্ত করতে চাই।’
আজ শুক্রবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এবং সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন মন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সময়কে গুরুত্ব দিতে হবে। বাহুল্যতা বর্জন এবং অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে মিতব্যয়ী হতে হবে সব শিক্ষার্থীকে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। অনেক বিদ্যালয়েই খাবার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের একই ধরনের খাবার খাওয়াতে আগ্রহী।’
মন্ত্রী পারিবারিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পরিবারে যত বেশি ভালো শিক্ষা শিশুরা পাবে, সবক্ষেত্রে সেটি কাজে লাগাবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক শিক্ষার ক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে।’
দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
পৃথক অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো মাশহুদ চৌধুরী।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শওকত আলী আহমদ ও ইলি রানী বৈষ্ণব।
পরে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শুরুর আগে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।