কেরানীগঞ্জে বিটুমিন প্লান্টের উদ্বোধন
কেরানীগঞ্জ উপজেলার পানগাঁও এলাকায় বিটুমিন প্লান্ট চালু করেছে বসুন্ধরা গ্রুপ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওই প্লান্ট উদ্বোধন করে বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশে প্রথমবারের মতো রাস্তা কার্পেটিংয়ের জন্য পিচ তৈরি করছে। এখন থেকে রাস্তা কার্পেটিংয়ের জন্য পিচ আমদানি করতে হবে না, বরং বাংলাদেশ থেকে এটি রপ্তানি করতে পারবে।’
আজ শনিবার দুপুরে ওই প্লান্ট উদ্বোধন করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের রাস্তাঘাট নির্মাণে দেশি বিটুমিনের ব্যবহার বাড়বে। এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে।’
অর্থমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের শিল্প কারখানা গড়তে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোহিতা করে আসছেন। সোনার বাংলা গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।