ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/01/tapos.jpg)
চলে গেলেন ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের। নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে কর্মরত এ সাংবাদিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাপস জুবায়েরের সহকর্মী সামিয়া রহমানের ফেসবুক পোস্টে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন তাপস। এর মধ্যেই গতকাল রাত ১১টায় অফিসে আসার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তিনি। তবে বাসার লিফট থেকে নেমেই জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রের সিট খালি না থাকায় চিকিৎসকরা অন্য হাসপাতালে যোগাযোগের কথা বলেন। পরে আয়েশা মেমোরিয়ালে সিট খালি পাওয়া যায়। কিন্তু হাসপাতালের গেটেই মারা যান তাপস।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/01/2_0.jpg)
তাপসের বয়স ছিল আনুমানিক ৪২ বছর। স্ত্রী জ্যোতি তাপসকে রেখে গেছেন তিনি। তাপস-জ্যোতির ঘরে কোনো সন্তান ছিল না।