কড়াইল বস্তিতে সময় ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাসের কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে অসহায় দরিদ্র মানুষের মধ্যে সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণের ধারাবাহিকতায় রাজধানীর কড়াইল বস্তিতে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সময় ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
পাশাপাশি সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুরে বাইতুন নূর মাদ্রাসা ও এতিমখানায় অসহায় শিশুদের মধ্যে ইফতার ও এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান চৌধুরী, সহসভাপতি জি এম শরীফ, পরিচালক পর্ষদের সদস্য রেজওয়ান শাহনেওয়াজ এবং মিডিয়া ও পাবলিক রিলেশন ব্যবস্থাপক জাহিদ হাসান সুমন।
সময় ফাউন্ডেশন দেশে করোনার আক্রমণের পরপরই গত মার্চ থেকে শত শত অসহায় পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করে আসছে।
এ ছাড়া সংগঠনটি জনসাধারণকে টেলিসেবার মাধ্যমে ডাক্তারি পরামর্শ দিচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যের এই সেবায় কয়েকজন অভিজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে থাকছেন একদল তরুণ ও মেধাবী চিকিৎসক। যে কেউ তাঁর সমস্যার ধরন অনুযায়ী চিকিৎসককে কল করে নিতে পারবেন চিকিৎসা-সংক্রান্ত যেকোনো পরামর্শ। চিকিৎসককে কল করার পর রেফারেন্স হিসেবে সময় ফাউন্ডেশনের নাম বলতে হবে।
বিস্তারিত চিকিৎসকদের পরিচয় ও যোগাযোগের জন্য ক্লিক করুন Shomoy Foundation-এ। এ ছাড়া সময় ফাউন্ডেশনের ফেসবুক পেজে সমস্যা পোস্ট করে এবং whatsapp (01770432222) এ মেসেজ করেও জরুরি সেবা নেওয়া যাবে।
২০০৯ সালে সাইক্লোন আইলা আক্রমণের পর সমাজের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে সহায়তার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে ‘এআইইউবি সময় ক্লাব’ নামে যাত্রা শুরু করে সময় ফাউন্ডেশন। তখন থেকে এক যুগ ধরে সুনামের সঙ্গে সামাজিক সেবা দিয়ে যাচ্ছে সময় ফাউন্ডেশন।