সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মুত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বেলা সাড়ে ১২টার দিকে যুবকের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সেতুর ওপর থেকে ওই যুবক লাফ দিলে সেতুর নিচে সড়কের ওপর পড়ে। সেখানে আহত অবস্থায় বেশ কিছুক্ষণ কাতরাতে দেখা যায় তাকে। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সাংবাদিকদের বলেন, শুনেছি সেতুর ওপর থেকে এক যুবক লাফ দিয়ে পড়ে মারা গেছে।
ঘটনাস্থল সংলগ্ন মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই।