খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পটুয়াখালীতে আটক ৬
পটুয়াখালীতে খাদ্য উপপরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় এক পরীক্ষার্থীর কাছ থেকে ডিভাইস জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে শিমু আক্তারকে আটকের পর তার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকা থেকে মাকসুদুর রহমান, মো. রাসেল, জহিরুল ইসলাম, কাওছারুল আলম ও মো. ইউসুফ সোহেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা নিয়ন্ত্রক ইয়ারুল হক জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় এবং সাড়ে ১১টায় শেষ হয়।
সকাল সোয়া ১০টার দিকে পরীক্ষার হলের পরিদর্শকের কাছে শিমু আক্তার (রোল নং ২৪০৮৫৭০) নামের এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে ওই পরীক্ষার্থীকে তল্লাশি করে ডিভাইস জব্দ করা হয়।
এ সময় হলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে মোট ৯০০ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও ৩৬২ জন পরীক্ষায় অংশ নেন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
পটুয়াখালী জেলায় মোট ১৫টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই জেলায় প্রায় ১০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথাও জানান ওসি।