খালেদা জিয়ার মুক্তির কৌশল নিয়ে গবেষণা দরকার : নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে আন্দোলনের কৌশল এবং প্রক্রিয়া নিয়ে গবেষণা করা দরকার। কৌশল ও নীতি যথাযথভাবে অবলম্বন করতে পারলে এ লড়াইয়ে বিএনপি জিতবে।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার স্মরণে আয়োজিত সভায় এ কথা বলেন আবদুল্লাহ আল নোমান।
সভায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি বদরুল আনোয়ার বক্তব্য দেন।
সভায় আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আন্দোলন সংগ্রাম করে নেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে পারি নাই। কীভাবে সংগ্রাম করলে নেত্রীকে বের করতে পারব সেই কৌশল বের করার সময় এসেছে।’