খালেদা জিয়ার সাময়িক মুক্তি চেয়ে আবেদন করেছে পরিবার : মির্জা ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাময়িক মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে আজ রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মির্জা ফখরুল।
এ সময় খালেদা জিয়ার পরিবারের করা আবেদনে কী রয়েছে—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমি ঠিক বলতে পারব না, পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। কী আছে, তা সঠিকভাবে আমার জানা নেই।’
প্যারোলে আবেদন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আগেও বহুবার বলেছি, এটা সম্পূর্ণভাবে তাঁর (খালেদা জিয়া) ব্যক্তিগত ব্যাপার এবং তাঁর পরিবারের ব্যাপার। সে ক্ষেত্রে আমরা এখন কিছু বলছি না।’
গণতন্ত্র না থাকায় কোনো প্রতিষ্ঠানের জবাবদিহি নেই অভিযোগ করে মির্জা ফখরুল জানান, আদালতের রাজনৈতিক স্বার্থ বিবেচনায় ভূমিকা রাখে রাষ্ট্রপক্ষ। তিনি বলেন, ‘স্বৈরাচারের মধ্য দিয়ে দেশ শাসন করতে গিয়ে আজ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলছে সরকার। তাদের লোকজন যখন দুর্বৃত্তায়ন করে, চুরি করে, ডাকাতি করে, তখন তারা বাধা দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না।’