খুমেক পরিচালকের কার্যালয়ের সামনে সুইপাররা ছড়াল মল
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে হরিজন সম্প্রদায়ের ৪৫ জন সুইপার দুই মাসের বেতন না পেয়ে পরিচালকের কার্যালয়ের সামনে মল ছড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন খুমেক হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান। পরিচালক জানান, সাবেক পরিচালক এই হরিজন কর্মীদের দুই মাসের বেতন প্রদানের অঙ্গীকার করেছিলেন। সেই টাকার দাবিতে আজ দুপুরে তারা এলে তিনি এক মাসের সমপরিমাণ টাকা পরিশোধের কথা জানান।
এরপর পরিচালক অফিস ত্যাগ করলে হরিজনরা প্রতীকী হিসেবে কার্যালয়ের সামনে মল ঢেলে রাখে। সন্ধ্যার আগেই আবার তা পরিষ্কার করা হয়েছে।