খুলনায় বিএনপির সমাবেশ চলছে, আনুষ্ঠানিকতা দুপুর ২ টায়
বিএনপি চেয়ারপারসন বেগম খলেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ছাড়াও প্রায় ৯টি দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ চলছে। আজ শনিবার বেলা ১১ টা থেকে জাতীয় সঞ্জিতের মধ্য দিয়ে সমাবেশ প্রাথমিকভাবে শুরু হয়৷ দুপুর দুইটায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেন, খুলনা বিভাগীয় সমাবেশ প্রাথমিকভাবে শুরু হয়েছে। দুপুর দুইটায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। বিভাগীয় সমাবেশ থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ছাড়াও ৯টি দাবি তুলে ধরবেন নেতারা। এর মধ্যে রয়েছে- বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও শিক্ষা খাতে ভয়াবহ দুর্নীতি-অনিয়ম বন্ধ, দুর্নীতির রাহুগ্রাসে ভঙ্গুর স্বাস্থ্য খাতের হরিলুট বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিকসহ সাধারণ নাগরিকদের মামলায় হয়রানি বন্ধ, ব্যাংকিং খাতে লুটপাট, বিদেশে টাকা পাচার, শেয়ারবাজার লুণ্ঠনের অর্থ উদ্ধার এবং কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত মানুষের ন্যায্য দাবি।
খুলনায় বিভাগীয় সমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার থেকে শত শত নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। সময়ের সাথে পাল্লা দিয়ে সমাবেশস্থলে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। নগরীর ডাকবাংলা চত্বর থেকে শিববাড়ি চত্বর পর্যন্ত পুরো এলাকায় অবস্থান নিয়েছেন তারা। এখনও পার্শ্ববর্তী দশটি জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পোস্টার ফেস্টুন এবং ব্যানার নিয়ে র্যালি করছেন তারা।
বিএনপির এই সমাবেশ ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী । প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। গণপরিবহন বন্ধ থাকায় শুক্রবার ভোর থেকে এক রকমের অবরুদ্ধ খুলনা। বিএনপির নেতাকর্মীরা নানা কৌশল সমাবেশস্থলে আছেন। গতকাল সকাল থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও মেহেরপুর থেকে নেতাকর্মীরা ট্রেনে খুলনায় আসেন। অন্যদিকে নড়াইল, সাতক্ষীরা, কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা এলাকার নেতা-কর্মীরা ট্রলার, ইজিবাইকসহ নানা কৌশলে খুলনায় আসেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।