একযুগ পর দেশে ফিরছেন কয়ছরসহ যুক্তরাজ্য বিএনপির ৮৫ নেতা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/19/koisor.jpg)
দীর্ঘ একযুগ পর রোববার (২০ অক্টোবর) দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার সঙ্গে দেশে ফিরবেন শেখ হাসিনা সরকারের কোপানলে পড়ে নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা।
জানা গেছে, পবিত্র ওমরাহর ও নবী করিমের (সা.) পবিত্র রওজা মোবারক জিয়ারত শেষে আজ শনিবার সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।রোববার ভোর ৫ টায় ঢাকা বিমান বন্দরে পৌছাবেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
আগামী পরশু সোমবার ২১ অক্টোবর সকাল ১১ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের কথা রয়েছে কয়ছর এম আহমদের। সেখান থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাবেন।
২২ অক্টোবর কয়ছর এম আহমদ নিজের জন্মস্থান সিলেটের জগন্নাথপুর যাবেন। সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর দলীয় নেতাকর্মীরা তাকে পৌর পয়েন্টে বিপুল সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে। তাকে অভ্যার্থনা জ্ঞাপনের জন্য সিলেটের সর্বত্রই ব্যাপক প্রস্তুতি চলছে।