গাংনীতে ভ্যান উল্টে মুরগি ব্যবসায়ী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/14/screenshot_2022-10-14_123223.jpg)
মেহেরপুরের গাংনীতে অটোভ্যান উল্টে ইব্রাহিম জোয়ার্দার (৫০) নামের এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তার ছেলে ইসরাফিল হোসেন (২০) আহত হন। নিহত ইব্রাহিম গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ইসমাইল জোয়ার্দারের ছেলে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আড়পাড়া-কড়ুইগাছি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মুরগি ব্যবসায়ী নাজিম হোসেন বলেন, ‘শুক্রবার ভোর বেলায় ইব্রাহিম জোয়ার্দার ও তার ছেলে নিজস্ব অটোভ্যানে নিজ গ্রাম থেকে আড়পাড়া গ্রাম হয়ে কড়ুইগাছি গ্রামের দিকে মুরগি কেনার জন্য যাচ্ছিলেন। অটো চালাচ্ছিলেন তার ছেলে ইসরাফিল। আমিও পাশাপাশি রাস্তা দিয়ে মুরগি কেনার জন্য একই স্থানে যাচ্ছিলাম। ইব্রাহিম ও তার ছেলে গাড়ি নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিলেন। তারা বড় বামন্দী গ্রামের কাছাকাছি পৌঁছালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায় । এসময় ইব্রাহিম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার ছেলে ইসরাফিল।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।