গাজীপুরে ঘুমন্ত পোশাককর্মীর শরীরে এসিড নিক্ষেপ, স্বামী আটক
গাজীপুরে দাম্পত্য কলহের জেরে এসিড নিক্ষেপ করে ঘুমন্ত এক পোশাককর্মীর শরীর ঝলসে দিয়েছেন তাঁর স্বামী। এ ঘটনায় পুলিশ ওই পোশাককর্মীর স্বামীকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম আবদুল আলিম (৩০)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরদুবালী গ্রামে।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল বণিক স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকায় অবস্থিত আমিরের বাড়িতে স্ত্রী ডালিমা খাতুন (২৫) ও একমাত্র সন্তান আঁখি খাতুনকে (৪) নিয়ে ভাড়া থাকেন আবদুল আলিম। এ দম্পতি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। পারিবারিক নানা বিষয়াদি নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। শুক্রবার রাতেও আলিম ও ডালিমার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মধ্যরাতে আলিম তাঁর ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড ছুড়ে মারে। এতে ডালিমার বাঁ কাঁধ ও পিঠসহ শরীরের বিভিন্নস্থান দ্বগ্ধ হয়। স্থানীয়রা দ্বগ্ধ ডালিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল আলিমকে আটক করে। ডালিমা সিরাজগঞ্জের চরদুবালী গ্রামের সালাম প্রমাণিকের মেয়ে।