গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ- বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিরচালা এলাকায় নিউ লাইন ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা এ অন্দোলন করে।
শ্রমিকরা জানায়, প্রতি মাসের ৭ তারিখ শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও গত দুই মাস ধরে কালক্ষেপণ করছে কারখানা কর্তৃপক্ষ। গত ১৫ নভেম্বর বকেয়া দুই মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ ২২ নভেম্বর পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু বেতন না দিয়ে কারখানা ছুটি ঘোষণা দিয়ে কর্মকর্তারা চলে যায়। এতে ক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করতে থাকে।
এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই পশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’