গাজীপুরে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে ৬৫ বোতল বিদেশি মদসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৩টার দিকে শ্রীপুর বর্ণমালা মোড় এলাকার সোনিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর আলম শ্রীপুরের ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড বর্ণমালা মোড় এলাকার শাহজাহান কন্ট্রাক্টরের ছেলে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বর্ণমালা মোড় এলাকার সোনিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের রাস্তায় পাটের বস্তার ভেতরে অভিনব কায়দায় রাখা ৬৫ বোতল মদসহ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। জব্দ হওয়া বিদেশি মদের বাজার মূল্য প্রায় এক লাখ ৩৫ হাজার টাকা। জাহাঙ্গীর দীর্ঘদিন ওয়ার্কশপের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।’
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন বলেন, ‘গ্রেপ্তার মাদক কারবারিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’