গাজীপুরে সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর জানাজা অনুষ্ঠিত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের শহীদ বরকত স্টেডিয়ামে বর্ষীয়ান নেতা ও পাঁচবারের এই সংসদ সদস্যের জানাজা হয়।
এ সময় জানাজায় ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, মরহুমের দ্বিতীয় ছেলে জামিল হাসান দুর্জয়সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা।
জানাজার শুরুতে রহমত আলীকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজা শেষে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আরেকটি জানাজা হয়। বিকেল ৩টার দিকে মরহুমের বাড়ি শ্রীপুর উপজেলায় শেষ জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
গত রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলী। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। রহমত আলী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম জাতীয় সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
রহমত আলী সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রবক্তা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।