গাজীপুরে স্বাস্থ্য সুরক্ষার নকল পণ্য তৈরি, কেমিক্যাল কারখানা সিলগালা
গাজীপুরে করোনা সংক্রমণ প্রতিরোধের নামে স্বাস্থ্য সুরক্ষার মানহীন বিভিন্ন পণ্য অনুমোদন ছাড়াই রিপ্যাকিং করে বাজারজাত ও মজুদের অপরাধে এক কেমিক্যাল কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই অবৈধ কারখানাটি সিলগালা করা হয়।
আজ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মণীষা রাণী কর্মকার এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মণীষা রাণী কর্মকার বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন খিলগাঁও এলাকার অবস্থিত কাইজেন পাওয়ার কেমিক্যালস প্রোডাক্টস কারখানাটি। বেশ কিছুদিন ধরে ওই কারখানায় হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশসহ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন মানহীন পণ্য অনুনমোদিতভাবে রিপ্যাকিং করে বাজারজাত ও মজুদ করা হচ্ছিল। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মানহীন কেমিক্যাল অননুমোদিতভাবে এ কারখানায় আনা হতো। পরে এসব কেমিক্যাল বাজার থেকে কেনা বোতল ও প্যাকেটজাত করে ওই কারখানার নিজস্ব নামে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল। করোনা মহামারির সুযোগে আর্থিকভাবে লাভবান হতে তারা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার নামে এসব পণ্য সামগ্রী বাজারজাত করছে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই কেমিক্যাল কারখানায় অভিযান চালিয়ে বিপুল স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন মানহীন পণ্য জব্দ করা হয়। পরে ওই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানাটি সিলগালা করা হয়েছে।’
এ ছাড়া একই এলাকায় অন্য এক অভিযানে দুই মাদকসেবীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মণীষা রাণী কর্মকার আরো বলেন, ‘কাজল খন্দকার ও হানিফ নামের দুই মাদকসেবীর প্রত্যেককে এক মাসের করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরো সাত দিন করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’