গাজীপুর আ.লীগের সভাপতি মোজাম্মেল, সম্পাদক সাংসদ সবুজ
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আ ক ম মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে কাউন্সিলের দ্বিতীয় সেশনে কমিটির নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এর আগের কমিটিতেও সভাপতি পদে আ ক ম মোজাম্মেল হক এবং সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক ছিলেন। কাউন্সিল অধিবেশনের পর কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এই নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় মির্জা আজমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জেলা অওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু জানান, দীর্ঘ ১৯ বছর পর আজ গাজীপুর জেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সভাপতি এবং মোহাম্মদ ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর আগে গাজীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালের ২৯ জুন। ওই সম্মেলনে তৎকালীন গাজীপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সভাপতি এবং টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমতউল্লাহ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর ১৩ বছর পর ২০১৬ সালের ১৩ অক্টোবর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় আওয়ামী লীগ বর্তমান মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে পুনরায় সভাপতি এবং ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে। পরবর্তী সময়ে ২০১৭ সালের ২২ জুলাই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এরপর আজ অনুষ্ঠিত হলো গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।