গোপালগঞ্জে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ আহত ২০
গোপালগঞ্জে আড্ডা ও ধূমপানকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শহরের মিয়াপাড়া ও মোহাম্মদপাড়ার মধ্যে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ১০ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের এটিএসআই ইকতিয়ার হোসেন (৫৮), কনস্টেবল খোন্দকার মাসুদুল হক (৪৩) ও শহরের লাল মিয়া সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আশিককে (১৯) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মিয়াপাড়া ও মোহাম্মদপাড়ার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে নিচুপাড়ায় আড্ডা ও ধূমপানকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই মহল্লার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ রাউন্ড গুলিবর্ষণ এবং ১০ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিন পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
ওসি মনিরুল ইসলাম আরও জানান, এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।