গোপালগঞ্জ সদর থানা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন
গোপালগঞ্জ সদর থানা ও গোপালগঞ্জ পৌর শাখা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুউজ্জামান।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুউজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সিকদার শহিদুল ইসলাম লেলিনকে সভাপতি, মো. ফজলুল করিম দারাকে সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম তারেককে সিনিয়র সহসভাপতি, শফিকুল ইসলাম লিটনকে যুগ্মসাধারণ সম্পাদক ও মো. হাসানুল বান্নাকে সাংগঠনিক সম্পাদক করে গোপালগঞ্জ সদর থানা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।
এছাড়া গোপালগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ হাচিবুর রহমান হাচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শেখ হাসিবুর রহমানকে সভাপতি, মো. কবিরুল ইসলামকে সাধারণ সম্পাদক, মো. আমিন আল রাজীকে (আমিনুর) সিনিয়র সহসভাপতি, মো. লিটন ভুইয়াকে যুগ্মসাধারণ সম্পাদক এবং আমিনুল ইসলাম তনুকে সাংগঠনিক সম্পাদক করে পৌর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করে সম্মেলনের সফলতা এবং ঘোষিত কমিটির গতিশীল নেতৃত্ব কামনা করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুউজ্জামান।