গৌরীপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ চার যুবক গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট এলাকার গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অন্য দুই ডাকাত পালিয়ে যায়।
গৌরীপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই ) নাইমুল ইসলাম এ খবর জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হৃদয় (২০), আইনাল হক (২১), রিকসন (২২) ও ইমাম হাসান (২২)। তাঁদের বাড়ি উপজেলার মেছিডেঙ্গী ও গোবিন্দপুর গ্রামে।
এএসআই নাইমুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাতে কাউরাট এলাকার সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করে। এ সময় অন্য দুজন পালিয়ে যায়।
ঘটনাস্থলে তাঁদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের নামে গৌরীপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।