গৌরীপুরে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীকে পিটুনি
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
আহত দুজন হলেন গৌরীপুর পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ ও যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবীর হীরা। দুজনের মধ্যে হীরার অবস্থা গুরুতর। তাঁর বাঁ হাত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর পৌর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ এই খবর নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার সময় কয়েকজন দুর্বৃত্ত আকস্মিক হীরার ওপর হামলা চালায়। এ সময় তাঁকে বেধরক পেটানো হয়। তাঁকে রক্ষা করতে গেলে পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছকেও পেটানো হয়। দুর্বৃত্তরা হীরাকে পিটিয়ে বাঁ হাতের কনুই ভেঙে দিয়েছে। হামলার পর তাঁকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান আহমেদ বলেছেন, হামলার বিষয়ে তিনি অবগত নন। তবে খোঁজ নেবেন।
আহত বিএনপি নেতা হীরা গৌরীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলেন। তিনি ও আলী আকবর আনিছ গৌরীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন।