চট্টগ্রামে কোটি টাকার নতুন মাদক ফেনইথাইলামিন উদ্ধার
দেশে মাদক চোরাচালানে যুক্ত হয়েছে আরো একটি নতুন নাম ‘ফেনইথাইলামিন’। হেরোইনের মতো দেখতে নেশা উদ্রেককারী এই দ্রব্যটির দাম অন্যান্য মাদকের চেয়ে বেশি বলে জানা গেছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফয়’স লেকসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সকালে ফিরোজ খান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় ৭৬৫ গ্রাম ফেনইথাইলামিন উদ্ধার করা হয়। পরে আসামির স্বীকারোক্তিমতে পটিয়ায় তাঁর বাড়ি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় আরো ১২ গ্রাম ফেনইথাইলামিন উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, ফেনইথাইলামিন স্নায়বিক উত্তেজনা তৈরি করে, যা ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের তফসিলভুক্ত ‘ক’ শ্রেণির মাদক। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা।