চট্টগ্রামে ঘর থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে খুন
চট্টগ্রামের হালিশহরে ঘর থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর রাতে এলাকার বড় পুকুরের দক্ষিণপাড়ে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মোহাম্মদ কামাল অভিযোগ করে বলেন, তাঁর ছোট ভাই শেখ জামাল ডিশ লাইনের ব্যবসা করতেন। গত রাত ৩টার দিকে দুজন লোক এসে শেখ জামালকে ঈদগা নিজ বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতের পর মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যায়।
ঘটনার পরপর পুলিশ ও স্থানীয়রা জামালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবারের দাবি, মৃত্যুর আগে জামাল খুনের ঘটনায় ১০/১২ জনের নাম বলে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।