চট্টগ্রামে চামড়ার দাম না পেয়ে রাস্তায় নিক্ষেপ
চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। কেনা দামের এক তৃতীয়াংশ মূল্যও না পেয়ে শত শত চামড়া রাস্তায় ফেলে যেতে বাধ্য হচ্ছেন তাঁরা। গত বছরের মতো এবারও চামড়া রাস্তা থেকে অপসারণ করতে শুরু করেছে সিটি করপোরেশন।
নগরীর আতুরার ডিপো চামড়ার আড়ত এলাকায় গতকাল ঈদের দিন দুপুরের পর থেকেই পশুর চামড়া নিয়ে আসতে থাকে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। তারা জানান, প্রতিটি চামড়া গড়ে ১৫০ টাকায় কিনে নিয়ে এসেছেন কিছুটা লাভের আশায়। শুরুতে আড়তদাররা চামড়া প্রতি ৫০ টাকা মূল্য দিতে রাজি হন। এতে রাজি না হয়ে একপর্যায়ে অন্তত মূল টাকাটা পাওয়ার আশায় অপেক্ষা করতে থাকেন ব্যবসায়ীরা। এভাবে দিনরাত অপেক্ষার মধ্যে এখন বিক্রি তো দূরের কথা কেউ কাছেও আসছে না তাদের।
গত বছরের মতো এবারও অনেকের ফেলে যাওয়া চামড়া রাস্তা থেকে অপসারণ করতে শুরু করেছে সিটি করপোরেশন। এ প্রসঙ্গে আতুরার ডিপো চামড়া সমিতির মাহাবুবুর আলম বলেন, দীর্ঘ সময় লবণবিহীন পড়ে থেকে নষ্ট হয়ে যাওয়া এসব চামড়া আর কোনো কাজে আসবে না বিধায় সেসব কিনছেন না তারা।