চট্টগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন। আজ রোববার বিকেলে উপজেলার কলেজবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আরমান জানান, চট্টগ্রাম নগরমুখী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।