চলনবিলে নৌবিহারে এসে হারিয়ে যাওয়া ৪০ পর্যটককে উদ্ধার
নাটোরের চলনবিলে নৌবিহারে এসে হারিয়ে যাওয়া নারীশিশুসহ ৪০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গতকাল বুধবার সকালে নওগাঁর আত্রাই থেকে পাঁচ শিশুসহ ৪০ জনের একটি পর্যটকদল নাটোরের চলনবিল এলাকায় নৌবিহারে আসে। সারা দিন চলনবিলের বিভিন্ন স্থানে বেড়ানোর পর রাত সাড়ে ১০টার দিকে সিংড়ার তিষিখালী মাজার থেকে নাওগাঁর আত্রাইয়ের উদ্দেশে রওনা দেয়। কিন্তু রাতের অন্ধকার আর চলনবিলের উত্তাল ঢেউয়ে দিক হারিয়ে ফেলেন মাঝি।’
পুলিশ সুপার আরো বলেন, ‘প্রায় তিন ঘণ্টা চলনবিলে ভেসে থাকার পর এক পর্যটক ফোন করেন ৯৯৯ নম্বরে। সংবাদ পেয়ে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর থানা পুলিশের একাধিক টিম অনুসন্ধানে নামে। মোবাইল ট্যাকিং ও ঢাকার এলআইসির সহায়তায় গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকায় তাদের সন্ধান পায় পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় উদ্ধারকৃতদের পুলিশ প্রহরায় আত্রাই থানার সীমানা পর্যন্ত পৌঁছে দেয় নাটোর পুলিশ।’