চলে গেলেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, প্রধানমন্ত্রীর শোক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/01/pm-1.jpg)
শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’-এর সম্পাদক আবুল হাসনাত (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা জটিলতা থাকায় আজ রোববার সকালে তাঁকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ৮টা ৫ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বনামধন্য সাংবাদিক-সাহিত্যিক আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘দেশে প্রগতিশীল ও মুক্ত সংস্কৃতি চর্চায় আবুল হাসনাতের অবদান জাতি সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বেঙ্গল বইয়ের অপারেশনস ম্যানেজার গোলাম সরোয়ার ফারুকী বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমাদের হাসনাত স্যার আজ সকালে মারা গেছেন।’
রাজধানীর ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে আজ দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হয়। সেখান থেকে মরদেহ ছায়ানটে নিয়ে যাওয়া হয়েছে।
ফারুকী বলেন, ‘আসরের নামাজের পর বায়তুল আমান জামে মসজিদে জানাজার পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’
ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, বোর্ড সদস্যসহ অনেকেই হাসনাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আবুল হাসনাত ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্ম নেন। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।