চাঁদপুরে জাটকা ধরায় ৩৩ জেলে আটক
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করায় ৩৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১১৭ কেজি জাটকা, চারটি নৌকা ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
গতকাল শনিবার (১৮ মার্চ) চাঁদপুরের পদ্মা ও মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করা হয়।
চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এবং মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে জাল ও জাটকাসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড, কয়েকজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।’
ওসি আরও বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।’