চাঁদপুরে ট্রলারডুবিতে নিহতের ঘটনায় মামলা
চাঁদপুরে ট্রলারডুবিতে পাঁচজন নিহতের ঘটনায় বাল্কহেডের সুকানি ও মালিকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত শ্রমিক আউয়ালের ভাতিজা কাউছার এ মামলা করেন।
মামলায় বিবাদীরা হলেন ইকবাল হোসেন-১ বাল্কহেডের মালিক ইকবাল হোসেন, সুকানি বাহার, শ্রমিক জাবেদ, আবুল বাশার, ইউনুস ও দিদার। এঁদের মধ্যে শ্রমিক জাবেদ, আবুল বাশার, ইউনুস ও দিদারকে ঘটনার পর পরই আটক করে চাঁদপুর নৌথানা পুলিশ। আর সুকানি বাহার ও মালিক ইকবাল হোসেন পলাতক রয়েছেন।
চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘বাল্কহেড ও ট্রলার সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় নিহত শ্রমিক আউয়ালের ভাতিজা কাউছার একটি হত্যা মামলা করেছেন। আসামিদের মধ্যে দুজন পলাতক রয়েছেন। বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা মাঝিসহ ১১ শ্রমিকের পাঁচজন নিহত হন।