চাঁদপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের মতলবে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি
চাঁদপুরে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের অলিউল্ল্যাহ ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারী (৩৬) ও একই ইউনিয়নের গোয়ালগাভা গ্রামের আলী আরশাদের ছেলে মো. রাসেল (২৮)।
পুলিশ ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, সকালে নতুন একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য ওই দুইশ্রমিক ভেতরে নামলে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা ট্যাংকের ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।
মতলব দক্ষিণ থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়া একই তথ্য নিশ্চিত করেছেন।