পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুর মৃত্যু

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়ায় আতশবাজি ফুটানোর সময় শ্বাসনালীতে আঘাত পেয়ে রাফি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩০ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
রাফি পটুয়াখালী পৌরসভার মুন্সেফপাড়া এলাকার বাসিন্দা মানির হাওলাদারের ছেলে এবং চরপাড়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আতশবাজি ফুটানোর সময় হঠাৎ বিস্ফোরণে আতশবাজির ধাতব অংশ রাফির গলার শ্বাসনালিতে ঢুকে যায়। এতে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন সরকার জানান, আতশবাজির মাথার শিশার অংশ সরাসরি রাফির শ্বাসনালিতে ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।