চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতের কোনো এক সময় বাড়ির কাছেই স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে (৩৫) হাত-পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পুলিশ অনিক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। অমর সরকার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর দাস বাড়ির রবি ভক্ত সরকারের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের একাধিক টিম। তবে কি কারণে অমর খুন হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে ঘাতকদের হাতে নির্মম হত্যাকাণ্ডের পর অমরের বাড়িতে চলে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা। পাশেই অমরের মা ও বড় বোন কান্নায় ভেঙে পড়ছেন। অমরের দুই সন্তান অর্থী সরকার ও পার্থ সরকার। রাত থেকে বাবার অপেক্ষায় জানালার পাশে দাঁড়িয়ে ছিল বড় মেয়ে অর্থী সরকার। সে জানে না, তার বাবা আর বাড়ি ফিরবেন না। আর ছোট ছেলে পার্থকে কোলে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী প্রিয়াঙ্কা।
অমরের স্ত্রী প্রিয়াঙ্কা বলেন, আমার স্বামীর সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল না। তিনি সবার সঙ্গে মিলেমিশে ব্যবসা করতেন। প্রতিদিন সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরেন। গতকাল রাতে মোকাম থেকে বাড়ি ফিরছিলেন। আর তখনই বাড়ির উঠোনে কে বা কারা তাকে নির্মমভাবে খুন করে। আমার স্বামীর খুনের বিচার দাবি করছি।
অমরের বাবা রবি ভক্ত বলেন, আমার ছেলের সঙ্গে অনিক নামের এক কর্মচারী ছিল। রাতে বাড়ি ফেরার সময় সে সাথে ছিল। অনিক আমাদের বলেছে, তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অমরকে খুন করে টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায় ঘাতকরা। আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখমসহ হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।
হাফেজ আহমদ নামে এক ব্যবসায়ী বলেন, অমর দীর্ঘদিন ধরে নারায়ণপুর বাজারে মাধবী শিল্পালয়ে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। তিনি অন্য ব্যবসায়ীদের বিপদ-আপদে সব সময় সহযোগিতা করতেন। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। কী কারণে অমরকে হত্যা করা হয়েছে, তা বলতে পারছি না।
এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের বিচারের আওতায় আনার দাবি করেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, কী কারণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে অমরের দোকানের কর্মচারী অনিক নামের এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। যতদ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করার চেষ্টা করা হবে।