মা-ছেলেকে হত্যার দায়ে নওগাঁয় একজনের মৃত্যুদণ্ড
নওগাঁয় মা ও ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার ওরফে টিটু (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুমন সরকার নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) তুলারামপুর এলাকার বাসিন্দা। রায়ের সময় আসামি সুমন সরকার আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১৭ ডিসেম্বর সাউথ ইস্ট ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নিতা সরকার (৩৩) ও জয়তু সরকার (৬) নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে সুমন সরকারকে ২০১৩ সালের ১৩ জানুয়ারি কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে সুমন মা ও ছেলেকে হত্যায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়।
জয়ন্ত সরকারের কাছে টাকা দাবি করে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে সুমন সরকার। হত্যাকাণ্ডের পর সুমন কুমিল্লায় আশ্রয় নেন। সেখানে মাদক ব্যবসায়ে জড়িয়ে পড়েন। এ মামলায় ২০১৩ সালের ১৫ জুন সুমন সরকারকে একমাত্র আসামি করে মামলার তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি সুমন সরকারের বিরুদ্ধে এ রায় দেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) সামসুর রহমান। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী শুভ্র সাহা।
সরকারি কৌঁসুলি সামসুর রহমান বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে করা ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে বিজ্ঞ আদালত আসামি সুমন সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ড অনুমোদন সাপেক্ষে প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে।
এদিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শুভ্র সাহা।